Wellcome to National Portal
Main Comtent Skiped

প্রকল্প

বর্তমান চলমান অর্থ বছরের (২০১৫-২০১৬) বাস্তবায়নাধীন কার্যক্রম:

 

PEDP-3 প্রকল্প (DPHE অংশ)

:

(ক)

জামালপুর জেলার বিভিন্ন উপজেলায় প্রাথমিক বিদ্যালয় সমূহে ২০৬টি WASH BLOCK নির্মানের কাজ বাস্তবায়নাধীন ।প্রতিটি WASH BLOCK এ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত কল্পে নিরবিচ্ছিন্ন পানি সরবরাহের ব্যবস্থা সম্বলিত তিনটি ল্যাট্রিন, ২টি ইউরিনাল এবং হাত ধোয়ার জন্য বেসিন ও পা ধোয়ার জন্য Foot Wash এর আলাদা ব্যবস্থা রয়েছে।

 

 

(খ)

জামালপুর জেলার বিভিন্ন উপজেলায় প্রাথমিক বিদ্যালয় সমূহে ২৮৮টি সেমি গভীর নলকূপ স্থাপনের কাজ বাস্তবায়নাধীন। নলকূপ স্থাপনের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয় সমূহের ছাত্র ছাত্রীদের মাঝে আর্সেনিকমুক্ত নিরাপদ পানি সরবরাহ সম্ভব হবে।

৩৭ জেলা শহরে পানি সরবরাহ প্রকল্প

:

(ক)

জামালপুর পৌরবাসীর পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নকল্পে ১টি পানি শোধনাগার, ৩টি উৎপাদক নলকূপ স্থাপনের কাজ চলছে।

 

 

জামালপুর জেলার বিভিন্ন উপজেলায় জুলাই/২০০৮ হতে জুন/২০১৫ পর্যন্ত বাস্তবায়িত উন্নয়ন কার্যক্রমের বিবরন:

 

ক্রঃ নং

উপজেলা

কাজের বিবরন

জামালপুর সদর

পল্লী এলাকায় বিভিন্ন ধরনের ৫৬৬ টি পানির উৎস স্থাপন, ৪৭৫টি ল্যাট্রিন সেট বিতরন ,প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ টি ওয়াশ ব্লক র্নিমান ও ১০০ টি পানির উৎস স্থাপন, ও জামালপুর  পৌরসভায় ৫টি উৎপাদক নলকুপ স্থাপন, ১৩.৭ কিমি পাইপ লাইন স্থাপন এবং  ওভারহেডট্যাংক, আইআরপি ও পাম্প হাউজ মেরামত ও সংস্কার করন কাজ।

সরিষাবাড়ী

পল্লী এলাকায় বিভিন্ন ধরনের  ২৮৪টি পানির উৎস স্থাপন, ৫৫৫টি ল্যাট্রিন সেট বিতরন ,৩টি কমিউনিটি ল্যাট্রিন নির্মান,প্রাথমিক বিদ্যালয়ে ১৩ টি ওয়াশ ব্লক র্নিমান ও ১১ টি পানির উৎস স্থাপন।

মাদারগঞ্জ

পল্লী এলাকায় বিভিন্ন ধরনের ২৬৭টি পানির উৎস স্থাপন, ৫টি কমিউিনিটি ল্যাট্রিন নির্মান, ৫৫৫টি ল্যাট্রিন সেট বিতরন , প্রাথমিক বিদ্যালয়ে ১৬ টি ওয়াশ ব্লক র্নিমান ও ১২ টি পানির উৎস স্থাপন এবং মাদারগঞ্জ পৌরসভায় ১টি উৎপাদক নলকুপ স্থাপন।

মেলান্দহ

পল্লী এলাকায় বিভিন্ন ধরনের ৩২৭টি পানির উৎস স্থাপন, ২টি কমিউিনিটি ল্যাট্রিন নির্মান,৪২৫ টি ল্যাট্রিন সেট বিতরন , প্রাথমিক বিদ্যালয়ে ৩১ টি ওয়াশ ব্লক র্নিমান ও ১৬ টি পানির উৎস স্থাপন এবং মেলান্দহ পৌরসভায় ১টি উৎপাদক নলকুপ স্থাপন সহ একুইফার টেস্টিং কাজ।

ইসলামপুর

পল্লী এলাকায় বিভিন্ন ধরনের ২২০৩টি পানির উৎস স্থাপন, ৭৪টি কমিউিনিটি ল্যাট্রিন নির্মান,৪৫০টি ল্যাট্রিন সেট বিতরন , প্রাথমিক বিদ্যালয়ে ৩৫ টি ওয়াশ ব্লক র্নিমান ও ৯৬ টি পানির উৎস স্থাপন এবং ইসলামপুর পৌরসভায় ২০০টি পানির উৎস স্থাপন, ১০টি কমিউিনিটি ল্যাট্রিন নির্মান(পানির উৎস সহ), ৪টি পাবলিক ল্যাট্রিন নির্মান ও ২০টি আয়রন রিমোভাল ইউনিট নির্মান।

বকশীগঞ্জ

পল্লী এলাকায় বিভিন্ন ধরনের ২৫০টি পানির উৎস স্থাপন, ১টি কমিউিনিটি ল্যাট্রিন নির্মান,৫৯০টি ল্যাট্রিন সেট বিতরন , প্রাথমিক বিদ্যালয়ে ১২ টি ওয়াশ ব্লক র্নিমান ও ৭৫ টি পানিরউৎসস্থাপন ।

দেওয়ানগঞ্জ

পল্লী এলাকায় বিভিন্ন ধরনের ২৬১টি পানির উৎস স্থাপন, ৬টি কমিউিনিটি ল্যাট্রিন নির্মান,৫৬৫টি ল্যাট্রিন সেট বিতরন , প্রাথমিক বিদ্যালয়ে ৩০ টি ওয়াশ ব্লক র্নিমান ও ৪৮ টি পানিরউৎসস্থাপন ।